৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি বিএনপির
৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওই দিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলটির এক যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।
এ ছাড়া যৌথসভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী চলা এ সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে সব ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। তাই ৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
ফ্যাসিবাদ মুক্ত হলে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করা যায়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যৌক্তিক সংস্কার শেষে জনগণকে গহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার।
সকালে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওই দিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে বিএনপি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
আরটিভি/এআর
১৬ ঘণ্টা আগে